ফয়সাল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার একদিনে ৭ জুয়াড়ি সহ মোট ১০ জনকে বিভিন্ন অপরাধের জন্য গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
আজ ( ১৮ অক্টোবর) শনিবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত সাড়াশি অভিযান চালিয়ে এই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে ৭ জন চিহ্নিত জুয়াড়ি,২ জন মাদক কারবারি এবং চুরির সাথে সম্পৃক্ত।
গ্রেফতারকৃত হলো একাধিক মামলার আসামী (৬টি) মাদক ব্যবসায়ী আকানগর বড়বাড়ির মৃত সিদ্দিক সাবের ছেলে শেখ সাব (৫০), এবং ৩টি মাদক মামলার আসামী পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল হাসেমের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সেলিম ওরফে গঙ্গা সেলিম(৫৫)।
চুরীসহ ৪ মামলার আসামী সদর ইউনিয়নের মৃত রহিম মিয়ার ছেলে মো.রবিন কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জুয়াড়ি হলো, মনির হোসেন, বারেক সরকার, মোঃ মোজাম্মেল হক, রফিক মিয়া, নুরুল আমিন, মোঃ জহিরুল এবং মোঃ হারুন মিয়া। জুয়াড়ি সকলের বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার চরছয়ানী গ্রামে।
বাঞ্ছারামপুর থানার ওসি (অফিসার ইনচার্জ) জানিয়েছেন, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ঘটনার বিষয়ে বাঞ্ছারামপুর থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।