ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল (শনিবার) অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা আওয়ামীলীগ কমিটির সভাপতি মো.সিরাজুল ইসলামকে ও সাধারন সম্পাদক হিসেবে মো.নুরুল ইসলামকে পুনরায় নির্বাচিত করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ক্যা.(অব.)এবি তাজুল ইসলাম এমপি।
বাঞ্ছারামপুর সরকারি বিশ^বিদ্যালয় কলেজ মাঠে বিকেলে মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বক্তব্য দেন সাবেক যুগ্ম সচীব আমিরুল করীম মাওলা,জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল,সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি,কেন্দ্রীয় নেতা সাঈদ আহমেদ বাবু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি সাইদুল ইসলাম ভূইয়া বকুল,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ করীম সাজু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া হাসান,ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র মো.আল মামুন সরকার।সম্মেলনের সঞ্চালনায় ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগের সাধারন সম্পাদক মো.নুরুল ইসলাম।