ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর শহরে শতাধিক রেজিষ্ট্রেশনবিহীন অবৈধ ট্রাক্টর চলছে। বাঞ্ছারামপুর ও আশপাশের ব্যস্ত এলাকা বাশগাড়ি, মনাইখালি, দশদোনা, জগন্নাথপুর, আসাদনগর, ভিটি ঝগড়ারচর, দূর্গারামপুর সড়কসহ শহরের গুরুত্ব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ট্রাক্টর। এতে সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ দুর্ঘটনায় মানুষের প্রাণহানীও ঘটছে। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। প্রশাসনের নাকের ডগা দিয়ে এইসব অবৈধ ট্রাক্টর চলাচল করলেও প্রতিরোধ ব্যবস্থা নেই বলে এলাকায় প্রচার রয়েছে।
খোজ নিয়ে জানা গেছে, অনভিজ্ঞ চালক ও লক্কড়-ঝক্কড় এই ট্রাক্টর দিয়ে মাটি, ইট,বালিসহ ভারী মালামাল বহন করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারন মানুষ। অতিসম্প্রতি বাশগাড়িতে ৮ম শ্রেনীর ছাত্রী খাদিজা নামের বালিকা,যে কিনা ২৬ মার্চের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রিকশা নিয়ে আসছিলো,তাকে ঘাতক ট্রাক্টর এর কবলে পড়ে দুর্ঘটনার স্বীকার হয়েছে ।দূর্গারামপুর সড়কে সিএনজি খাদে পড়ে ৫ জন শিক্ষার্্থী আহত হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় অবৈধ ট্রাক্টর দুর্ঘটনায় মানুষ প্রায়ই আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। বাঞ্ছারামপুর পৌরশহরে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে।
খোজ নিয়ে আরো জানাগেছে, মরিচাকান্দি ,আসাদনগর,রুপসদী ও পৌর শহরসহ উপজেলার সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ট্রাক্টর। ইট, বালি, মাটিসহ বিভিন্ন ভারী মালামাল বহন করা হচ্ছে অবৈধ ট্রাক্টরে। এতে রাস্তা ঘাট ভেঙ্গেচুরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। বাঞ্ছারামপুর থেকে দশদোনা পর্যন্ত সড়কটি অবৈধ ট্রাক্টর চলাচলে ভেঙ্গেচুরে যাচ্ছে।চকবাজার পৌর শহর থেকে মাতুবাড়ির মোড় পর্যন্ত সংযোগ সড়কটি ট্রাক্টর চলাচলে বেহাল পরিস্থিতি। জোড়াতালি দিয়ে সড়কটি টিকিয়ে রাখা হয়েছে। বাঞ্ছারামপুর থেকে দূর্গারামপুর পর্যন্ত সড়কের পরিস্থিতি আরো বেশী খারাপ। বিভিন্ন স্থানে ভেঙ্গেচুরে দুমড়ে মুচড়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, মাটি ও ইট বহনকারী ট্রাক্টরের ধুলাবালিতে এলাকার পরিবেশ নষ্টের পাশাপাশি শব্দদূষণ হচ্ছে। প্রতিরোধকারীদের সামনে দিয়েই অবৈধ ট্রাক্টর চলাচল করছে বলেও অনেকে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই ট্রাক্টরের মালিক জানায়, মাটি ও ইটসহ নির্মান সামগ্রী নিয়ে চলাচল করছে এই সব ট্রাক্টর। জনসাধারনের চাহিদা বিবেচনা করেই ট্রাক্টর চলাচল করছে। অল্প ভাড়া ও বিভিন্ন সড়কে চলাচল সুবিধার জন্য ট্রাক্টরের চাহিদা রয়েছে।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম জানিয়েছেন অবৈধ ট্রাক্টর নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহন করা হবে। বাঞ্ছারামপুর পৌর শহরের সাথে যোগাযোগের সমস্ত রাস্তাঘাটের উন্নয়ন চলতি বছরই সম্পন্ন হবে।