ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণ বাড়িয়া ):
ব্রাহ্মণ বাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে উপজেলার ৫০জন নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ ১৬ এপ্রিল বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের আহবায়ক এম এ আউয়ালের নের্তৃত্বে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা রিক্সা, অটোরিক্সা, নছিমন চালক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা করেন।
এসময় বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের আহবায়ক এম এ আউয়াল বলেন, করোনা ভাইরাস মোকাবেলা ও প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছেন। আমাদের স্থানীয় এমপি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম মহোদয়ও আন্তরিকতার সাথে সবকিছু দেখভাল করছেন। ইতোমধ্যে উপজেলার নিম্ন আয়ের মানুষের জন্য তিনি সাড়ে ১২ হাজার ত্রাণ সামগ্রী দিয়েছেন।
মহাদূর্যোগের এই সময়ে সাধারণ মানুষদের সহযোগিতা করার জন্য বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সমস্ত সাংবাদিকরা মিলে একটি ফান্ড গঠন করেছি। সেই ফান্ড থেকেই উপজেলার নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
সাংবাদিকদের এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি বলেন, বাঞ্ছারামপুর প্রেস ক্লাব তাদের সামাজিক কাজের অংশ হিসেবে অত্যন্ত সুন্দর ও সময়োপযোগী কার্যক্রম শুরু করেছে। এই ব্যাপারে আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরাও তাদের ফান্ডে সহযোগিতা করবো। একই সাথে বাঞ্ছারামপুরের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি মহোদয়ের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জামাদি উপহার দেয়া হবে।
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেন, সামাজিক কাজের অংশ হিসেবে সাংবাদিকরা অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে। দূর্যোগের এই মহামারিতে আমাদের সবার উচিত গরীব অসহায় দিনমজুর তথা খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানো।
বাঞ্ছারামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় টিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার বাঞ্ছারামপুর প্রতিনিধি আশেক এমরান, দৈনিক সমকালের আমজাদ হোসেন সজল, দৈনিক আমাদের অর্থনীতির ফয়ছল আহমেদ খান, সাপ্তাহিক আমাদের কথার মো. জুয়েল আহমেদ, দৈনিক সরেজমিন বার্তার জসিমউদ্দিন, চ্যানেল এস এর ফয়সাল প্রমুখ।