ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর ফেরিঘাটে জ্যামে কয়েক শতাধিক গাড়ি আটক

আশিকুর রহমান, বাঞ্ছারামপুর (বি-বাড়িয়া) প্রতিনিধিঃ 

ব্রাক্ষনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িতুলা ফেরিঘাটে গত কাল রাত ০৩টা সময়ে একটি পাথরবাহী ট্রাকের ঢাকা (মেট্রো চ ১৬-৫০১৩) ফেরি থেকে নামারয় বিক্লাঙ্গ হলে সকাল ৯ টা পর্যন্ত দূপারে আটক হয়ে যায় কয়েক শতাধিক গাড়ি। এখানে বিদেশি থেকে আসা যাত্রীর সারারাত রাস্তায় রাত কাটাতে হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে বাস্তবতার হুবহু মিল রয়েছে। ড্রাইভার জাকির বলেন আমি এয়ারর্পোট থেকে আসলাম আমার যাত্রী মাল সসহ আমাকে ফেলে তারা চলে গিয়াছে আমি সারারাত মালের জন্য গুমাতে পারিনি।এখানে কয়েক হাজার গাড়ি আটকিয়ে আছে খানা নাই,গুম নাই এভাবে জীবন ধারন করা হচ্ছে আড়াই হাজার বাঞ্ছারামপুর ফেরি ঘাটে।হুটেল ব্যবসায়ি মারুফ বলেন আমারা রুটি,ভাত দিয়ে কুলুতে পারতেছিনা এখন যাইদেই শেষ হয়ে যাইতেছে।ফেরির ইজারাধার মো. মাহবুবুব নিজে বিকল্প রাস্তা তৈরি করে দিয়াছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

বাঞ্ছারামপুর ফেরিঘাটে জ্যামে কয়েক শতাধিক গাড়ি আটক

আপডেট সময় ০১:৪০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
আশিকুর রহমান, বাঞ্ছারামপুর (বি-বাড়িয়া) প্রতিনিধিঃ 

ব্রাক্ষনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িতুলা ফেরিঘাটে গত কাল রাত ০৩টা সময়ে একটি পাথরবাহী ট্রাকের ঢাকা (মেট্রো চ ১৬-৫০১৩) ফেরি থেকে নামারয় বিক্লাঙ্গ হলে সকাল ৯ টা পর্যন্ত দূপারে আটক হয়ে যায় কয়েক শতাধিক গাড়ি। এখানে বিদেশি থেকে আসা যাত্রীর সারারাত রাস্তায় রাত কাটাতে হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে বাস্তবতার হুবহু মিল রয়েছে। ড্রাইভার জাকির বলেন আমি এয়ারর্পোট থেকে আসলাম আমার যাত্রী মাল সসহ আমাকে ফেলে তারা চলে গিয়াছে আমি সারারাত মালের জন্য গুমাতে পারিনি।এখানে কয়েক হাজার গাড়ি আটকিয়ে আছে খানা নাই,গুম নাই এভাবে জীবন ধারন করা হচ্ছে আড়াই হাজার বাঞ্ছারামপুর ফেরি ঘাটে।হুটেল ব্যবসায়ি মারুফ বলেন আমারা রুটি,ভাত দিয়ে কুলুতে পারতেছিনা এখন যাইদেই শেষ হয়ে যাইতেছে।ফেরির ইজারাধার মো. মাহবুবুব নিজে বিকল্প রাস্তা তৈরি করে দিয়াছে।