ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী, সমাজ সেবক বিল্লাল হোসেন।
রোববার ( ২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার এস.এম পাইলট হাইস্কুল মাঠে দলীয় কাউন্সিলে এ পদ লাভ করেন।কাউন্সিলে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূইয়া বকুল।
প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শিল্পপতি মোস্তফা কামাল।কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ,সাবেক সভাপতি সেলিম রেজা,কৃষকলীগ সভাপতি মিন্টু রঞ্জন সাহা প্রমুখ।
বাঞ্ছারামপুর আমেনা প্লাজা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সহসভাপতি বিল্লাল হোসেন দীর্ঘ সময় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন।