খেলাধূলা ডেস্কঃ
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান ’বড়দিন’ বা ‘ক্রিসমাস ডে”। দিনটিকে ঘিরে নানা আয়োজন চলে বিশ্বজুড়ে। বড়দিন উপলক্ষে অনেক তারকা ফুটবলার শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বড় দিনে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের কাছে থেকে গাড়ি উপহার পেলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
জর্জিনা রদ্রিগেজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় রদ্রিগেজ-রোনালদোর পরিবারের বড়দিন উদযাপনের চিত্র। সেখানে রোনালদোকে একটি রোলস রয়েস গাড়ি উপহার দিতে দেখা যায়। গাড়ি উপহার পেয়ে মুখ বেশ হাস্যজ্জ্বল হয়ে ওঠে রোনালদোর। এরপর পরিবারের সবাই গাড়িতে ওঠে। আর রোনালদো বসে ড্রাভিং সিটে।
এমন অবিশ্বাস্য উপহার পেয়ে বান্ধবী জর্জিনাকে ধন্যবাদ জানান রোনালদো। রোনালদো তার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গাড়ির ছবি পোস্ট করে ধন্যবাদ জানান জর্জিনাকে।