ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাবুনগরী গুরুতর অসুস্থ, ফিরে পেলেন পাসপোর্ট

ধর্ম ও জীবন ডেস্কঃ

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ। তিনি কিডনি, হার্ট ও ডায়াবেটিসের জটিলতায় ভুগছেন। তাকে রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাসপোর্ট জব্দ থাকায় এতদিন চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছিলেন না বাবুনগরী। মঙ্গলবার তার পাসপোর্ট ফেরত দিয়েছে সরকার। তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন বলে হেফাজতে ইসলাম সূত্রে জানা গেছে।

হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস বাবুনগরী বেশ কয়েক কয়েক দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে তাকে বারডেমে ভর্তি করা হয়। পাসপোর্ট না থাকায় তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে না পারায় ক্ষোভ দেখা দেয় হেফাজতের নেতাকর্মীদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এর তীব্র প্রতিবাদ করেন। চট্টগ্রামের হাটহাজারীতে পাসপোর্ট ফেরত দেয়ার দাবিতে বিক্ষোভও হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর মিয়া মুহাম্মদ জয়নাল আবেদীন পাসপোর্ট কপি নিয়ে শাহবাগের বারডেম হাসপাতালে উপস্থিত হন। এ সময় তিনি বাবুনগরীর চিকিৎসার খোঁজখবর নেন। বাবুনগরী পাসপোর্ট ফিরে পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী পাসপোর্ট ফিরে পাওয়ার খবর নিশ্চিত করে জানান, হেফাজত মহাসচিব শিগগির দেশের বাইরে কোথাও চিকিৎসা নিতে যেতে পারেন।

প্রসঙ্গত, শুরু থেকেই আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন জুনায়েদ বাবুনগরী। ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় বাবুনগরী শাপলা চত্বরেই ছিলেন। পরদিন তিনি গ্রেপ্তার হন। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বারডেম হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

হেফাজতে ইসলাম সরকারবিরোধী অবস্থান থেকে সরে এলেও তাতে দ্বিমত ছিল বাবুনগরীর। এজন্য গত বছরের শেষ দিকে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে সোহরাওয়ার্দী উদ্যানে যে সংবর্ধনা দেয়া হয় সেখানে ছিলেন না বাবুনগরী। তবে তিনি এবং তার সমর্থকরা সরকারঘনিষ্ঠ হেফাজতে এখন অনেকটা কোণঠাসা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

বাবুনগরী গুরুতর অসুস্থ, ফিরে পেলেন পাসপোর্ট

আপডেট সময় ০২:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
ধর্ম ও জীবন ডেস্কঃ

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ। তিনি কিডনি, হার্ট ও ডায়াবেটিসের জটিলতায় ভুগছেন। তাকে রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাসপোর্ট জব্দ থাকায় এতদিন চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছিলেন না বাবুনগরী। মঙ্গলবার তার পাসপোর্ট ফেরত দিয়েছে সরকার। তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন বলে হেফাজতে ইসলাম সূত্রে জানা গেছে।

হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস বাবুনগরী বেশ কয়েক কয়েক দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে তাকে বারডেমে ভর্তি করা হয়। পাসপোর্ট না থাকায় তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে না পারায় ক্ষোভ দেখা দেয় হেফাজতের নেতাকর্মীদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এর তীব্র প্রতিবাদ করেন। চট্টগ্রামের হাটহাজারীতে পাসপোর্ট ফেরত দেয়ার দাবিতে বিক্ষোভও হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর মিয়া মুহাম্মদ জয়নাল আবেদীন পাসপোর্ট কপি নিয়ে শাহবাগের বারডেম হাসপাতালে উপস্থিত হন। এ সময় তিনি বাবুনগরীর চিকিৎসার খোঁজখবর নেন। বাবুনগরী পাসপোর্ট ফিরে পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী পাসপোর্ট ফিরে পাওয়ার খবর নিশ্চিত করে জানান, হেফাজত মহাসচিব শিগগির দেশের বাইরে কোথাও চিকিৎসা নিতে যেতে পারেন।

প্রসঙ্গত, শুরু থেকেই আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন জুনায়েদ বাবুনগরী। ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় বাবুনগরী শাপলা চত্বরেই ছিলেন। পরদিন তিনি গ্রেপ্তার হন। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বারডেম হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

হেফাজতে ইসলাম সরকারবিরোধী অবস্থান থেকে সরে এলেও তাতে দ্বিমত ছিল বাবুনগরীর। এজন্য গত বছরের শেষ দিকে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে সোহরাওয়ার্দী উদ্যানে যে সংবর্ধনা দেয়া হয় সেখানে ছিলেন না বাবুনগরী। তবে তিনি এবং তার সমর্থকরা সরকারঘনিষ্ঠ হেফাজতে এখন অনেকটা কোণঠাসা।