ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় সুজন আহাম্মেদ নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কুমিল্লার নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় অটোরিকসা করে রাস্তার অপর পাশে যাওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সুজন মারা যান। আহত অবস্থায় সুজনের মা ও ভাবীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
নিহত সুজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক বলেন,’ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে বর্তমানে তার বাড়িতে নিয়ে আসা হয়েছে।’