বিনোদন ডেস্কঃ
পাওয়ার হিটিংয়ের যেন নতুন সংজ্ঞা দিলেন আন্দ্রে রাসেল। বাঙ্গালোরের বিরুদ্ধে ১৩ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। একাই জিতিয়েছেন শাহরুখের কলকাতাকে। আর তাতেই মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির মালিক শাহরুখ খান। রাসেলের একটি ছবি সুপার ইম্পোজ করেছেন কিং খান। যেখানে রাসেলকে বাহুবলী হিসেবে ব্যাখ্যা করেছেন শাহরুখ।
টুইটারে ছবিটি পোস্ট করার পর ক্যাপশনে শাহরুখ খান লিখেছেন, ‘ছেলেরা দারুণ খেলেছো। দলের প্রত্যেকে দারুণ খেলেছে। কিন্তু বাড়তি কৃতিত্ব পাবে ছবিতে থাকা লোকটি।’
শাহরুখের এই বার্তার পর বলিউড ছবি বাহুবলীর টুইটার হ্যান্ডলে বলা হয়েছে, ‘দারুণ খেললো কলকাতা নাইট রাইডার্স।’
অপর একটি টুইটে শাহরুখ লিখেছেন, ‘যারা ডাগআউটে বসে থাকে তারা রাসেলকে চেনে। সবাই জানে ও (রাসেল) থাকলে সবকিছুই সম্ভব। সত্যিকারের চ্যাম্পিয়ন। মাসল ম্যান।’
শুক্রবার রাতে রাসেল যখন ব্যাট করতে আসেন। তখন কলকাতার ২৬ বলে ৬৮ রান দরকার ছিল। ১৩ বলে ৪৮ রান করার পথে সাতটি ছয় ও একটি চার মেরে দলকে জেতার রাসেল।