জাতীয় ডেস্কঃ
আজ শুরু হচ্ছে বিএনপির দেশব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি। দলটির ঘোষিত দুই মাসব্যাপী এ কর্মসূচি ১ সেপ্টেম্বর শেষ হবে। আজ শনিবার রাতে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জেলা ও মহানগর পর্যায়ে গিয়ে কর্মসূচি উদ্বোধন করবেন দলটির কেন্দ্রীয় নেতারা।
জানা গেছে, দেশের প্রতিটি জেলা-মহানগর-থানা-পৌরসহ সব ইউনিটে এ কর্মসূচি চলবে। কিভাবে এ কর্মসূচি হবে এর একটি নির্দেশনা ইতিমধ্যে কেন্দ্রীয় দফতর থেকে চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট নেতাদের জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, ১ জলুাই থেকে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে। তবে দলের সদস্য যে কোনো সময় হওয়া যায়। এটা একটি চলমান প্রক্রিয়া। বছরের যে কোনো সময় কেন্দ্রীয় কার্যালয় থেকে সদস্য ফরম সংগ্রহ করা যাবে।
এই ফরম জমা দেওয়ার পর যাচাই-বাছাই করে দলের চেয়ারপারসন ও মহাসচিবের অনুমোদন সাপেক্ষে প্রাথমিক সদস্য হওয়া যাবে।
ইত্তেফাক