জাতীয় ডেস্কঃ
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচি ৫- ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার বিকেলে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ৭ নভেম্বর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সকাল ৭টায় দলীয় পতাকা অর্ধনমিত করা হবে। সকাল ১০টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ নভেম্বর সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। একই দিন সকাল ১০টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানানো হবে।
বিএনপির পক্ষ থেকে পোস্টার, ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়া বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন সারাদেশে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে বলেও জানান রিজভী।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আললগীরের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, হাবিব উন নবী খান সোহেলসহ দলে অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।