জাতীয় ডেস্কঃ
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় এলে দেশকে পিছিয়ে দেয়। খুন, গুম, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। বাংলা ভাইয়ের রাজত্ব জয়ী হয়। ৬৩ জেলার ৫০০ স্থানে একসঙ্গে জঙ্গি হামলা হয়। রোববার বিকালে যশোর ঈদগাহ ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেইসঙ্গে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। মানুষ শান্তিতে থাকার কথা জানিয়ে অতীতের মতো নৌকায় ভোট দিয়ে আগামীতে দেশের সেবা করার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা। কিন্তু ঘাতকরা সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। পঁচাত্তর পরবর্তীতে জিয়া ক্ষমতা দখল করে। জিয়ার গণতন্ত্র ছিল যুদ্ধাপরাধীদের পুনর্বাসন আর প্রতি রাতে কারফিউ জারি করে দেশ শাসন। বিএনপি ক্ষমতায় আসে অদ্ভূত হয়ে আর ভূতের মতো চলে। ভূতের পা পেছনে চলে। তাই বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন না হয়ে আরও ক্ষতি হয়।
দেশের কেউ অন্ধকারে থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সাল নাগাদ দেশের প্রতিটি ঘর আলোকিত হবে। যেসব ঘরে বিদ্যুতের আলো যাবে না সেখানে সোলার প্যানেল দেয়া হবে। আমরা ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন ১৬শ মেগাওয়াট থেকে ৪ হাজার মেগাওয়াট পর্যন্ত বৃদ্ধি করেছিলাম। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে তা আরও কমিয়ে ফেলে। বর্তমানে আমরা বিদ্যুতের উৎপাদন ১৬ হাজার ৮শ মেগাওয়াট বৃদ্ধি করেছি।
এর আগে সকালে যশোরে বিমান বাহিনীর একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে পাঁচ বছর পর যশোরের জেলাটিতে যান প্রধানমন্ত্রী। এরপর বেলা তিনটায় তিনি যান আওয়ামী লীগের সমাবেশে। এই সমাবেশে তিনি যশোরের ২৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।