জাতীয় ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে হত্যা ও নাশকতার অভিযোগে দায়েরকৃত পৃথক চারটি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাগুলো কেন বাতিল ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করা হয়েছে। বিচারপতি মো. মিফতাউদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ও সগির হোসেন লিয়ন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন।
২০১৩ সালের ৩০ নভেম্বর মালিবাগে বাসে বোমা মেরে অগ্নিসংযোগে মানুষ হত্যার ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা করে পুলিশ। এছাড়া একই বছরে শাহজাহানপুর, পল্টন ও মতিঝিল থানায় পৃথক তিনটি মামলা করে পুলিশ। নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়। মামলাগুলো বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে ফখরুল।