ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিগ বসের প্রতিপর্বে সালমানের পারিশ্রমিক ১১ কোটি রুপি

বিনোদন ডেস্ক:
বিগ বস এবং সালমান খান। অনুষ্ঠানের একাদশ সিজন নিয়ে দুই-ই ফিরছে নতুন মোড়কে। অক্টোবর থেকে শুরু হবে নতুন পর্ব। কারা কারা বিগ বস হাউজের অতিথি হবেন, বা আর কী চমক থাকবে এবারের সিজনে, এটা নিয়ে রয়েছে ভক্ত আগ্রহ। তেমনি সালমান ফ্যানদের কাছেও ভাইজানকে ফের এই জনপ্রিয় শো-এ সঞ্চালক হিসেবে পাওয়ার সুযোগও থাকছে।
অতিথিরা তো ওই হাউজে থাকার এবং খেলার জন্য বড় রকমের অর্থ পাবেন। কিন্তু জানেন কি, এবারের প্রতিটা এপিসোডের জন্য সালমান কত রুপি নিচ্ছেন?
ভারতীয় মিডিয়ার খবর, এবারের প্রতিটি পর্বের জন্য সালমান নিচ্ছেন এগারো কোটি রুপি। হ্যাঁ, রুপির অঙ্কটা শুনলে চোখ কপালে ওঠার মতোই। গতবারের পারিশ্রমিককেও ছাপিয়ে গিয়েছে এই বছরের পারিশ্রমিক।
গত বছর বিগ বসে সঞ্চালনার জন্য সালমান খান এপিসোড পিছু ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। সমালোচকদের মধ্যে কেউ কেউ বলছেন, সিজন ১১-এ ১১ কোটি। তবে কি সিজন ১২-তে ১২ কোটি? পরের সিজনগুলিতে এ ভাবেই কি পারিশ্রমিক নেবেন সালমান !
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিগ বসের প্রতিপর্বে সালমানের পারিশ্রমিক ১১ কোটি রুপি

আপডেট সময় ১২:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
বিনোদন ডেস্ক:
বিগ বস এবং সালমান খান। অনুষ্ঠানের একাদশ সিজন নিয়ে দুই-ই ফিরছে নতুন মোড়কে। অক্টোবর থেকে শুরু হবে নতুন পর্ব। কারা কারা বিগ বস হাউজের অতিথি হবেন, বা আর কী চমক থাকবে এবারের সিজনে, এটা নিয়ে রয়েছে ভক্ত আগ্রহ। তেমনি সালমান ফ্যানদের কাছেও ভাইজানকে ফের এই জনপ্রিয় শো-এ সঞ্চালক হিসেবে পাওয়ার সুযোগও থাকছে।
অতিথিরা তো ওই হাউজে থাকার এবং খেলার জন্য বড় রকমের অর্থ পাবেন। কিন্তু জানেন কি, এবারের প্রতিটা এপিসোডের জন্য সালমান কত রুপি নিচ্ছেন?
ভারতীয় মিডিয়ার খবর, এবারের প্রতিটি পর্বের জন্য সালমান নিচ্ছেন এগারো কোটি রুপি। হ্যাঁ, রুপির অঙ্কটা শুনলে চোখ কপালে ওঠার মতোই। গতবারের পারিশ্রমিককেও ছাপিয়ে গিয়েছে এই বছরের পারিশ্রমিক।
গত বছর বিগ বসে সঞ্চালনার জন্য সালমান খান এপিসোড পিছু ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। সমালোচকদের মধ্যে কেউ কেউ বলছেন, সিজন ১১-এ ১১ কোটি। তবে কি সিজন ১২-তে ১২ কোটি? পরের সিজনগুলিতে এ ভাবেই কি পারিশ্রমিক নেবেন সালমান !