ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে উলঙ্গভাবে প্রমাণিত: ফখরুল

জাতীয় :

পিরোজপুরে স্ত্রীসহ সরকার দলীয় সাবেক সংসদ সদস্যকে জামিন না দেয়ার পর বিচারককে বদলির ঘটনায় সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে বলে প্রমাণিত হয়েছে-এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘আমরা যে কথাটি সবসময় বলছি যে, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে। দুদকের মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো, বিচারককে স্ট্র্যান্ড রিলিজ, চার ঘণ্টা পর ফের জামিন দেয়ার ঘটনা প্রমাণ করে দেশে এখন আইনের কোনো শাসন নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আউয়াল এবং তার স্ত্রীকে জামিন না দেয়ার ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে এবং আদালতকে বাধ্য করা হয়েছে তাকে জামিন দিতে- এ ঘটনায় বিচার বিভাগ যে স্বাধীন নয় সেটা আরেকবার উলঙ্গভাবে প্রমাণ হলো।’

‘মুজিব বর্ষে মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করা মানে মুজিব বর্ষের বিরোধিতা করা’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন, ‘মুজিব বর্ষের সঙ্গে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কোনো সম্পর্ক নেই। আমরা যেটা বলছি, এখন ভারতে এনআরসি নিয়ে সমস্যা চলছে, সাম্প্রদায়িক বিভক্তি দাঙ্গা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগু ক্ষুব্ধ হয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলেছি। ভারতে চলমান এই পরিস্থিতিতে তার (মোদি) ঢাকা সফর  কতটা শোভনীয় সেটা নিয়ে আমরা প্রশ্ন রেখেছি।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে উলঙ্গভাবে প্রমাণিত: ফখরুল

আপডেট সময় ০২:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০

জাতীয় :

পিরোজপুরে স্ত্রীসহ সরকার দলীয় সাবেক সংসদ সদস্যকে জামিন না দেয়ার পর বিচারককে বদলির ঘটনায় সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে বলে প্রমাণিত হয়েছে-এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘আমরা যে কথাটি সবসময় বলছি যে, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে। দুদকের মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো, বিচারককে স্ট্র্যান্ড রিলিজ, চার ঘণ্টা পর ফের জামিন দেয়ার ঘটনা প্রমাণ করে দেশে এখন আইনের কোনো শাসন নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আউয়াল এবং তার স্ত্রীকে জামিন না দেয়ার ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে এবং আদালতকে বাধ্য করা হয়েছে তাকে জামিন দিতে- এ ঘটনায় বিচার বিভাগ যে স্বাধীন নয় সেটা আরেকবার উলঙ্গভাবে প্রমাণ হলো।’

‘মুজিব বর্ষে মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করা মানে মুজিব বর্ষের বিরোধিতা করা’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন, ‘মুজিব বর্ষের সঙ্গে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কোনো সম্পর্ক নেই। আমরা যেটা বলছি, এখন ভারতে এনআরসি নিয়ে সমস্যা চলছে, সাম্প্রদায়িক বিভক্তি দাঙ্গা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগু ক্ষুব্ধ হয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলেছি। ভারতে চলমান এই পরিস্থিতিতে তার (মোদি) ঢাকা সফর  কতটা শোভনীয় সেটা নিয়ে আমরা প্রশ্ন রেখেছি।’