অন্তর্জাতিক ডেস্কঃ
অযোধ্যায় রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি এবারও দলের ইশতিহারে অন্তর্ভূক্ত করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। আজ সোমবার প্রকাশিত দলটির ইশতিহারে এই প্রতিশ্রুতি দেয়া হয়।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইশতিহার প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রধান ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি বলেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণে সম্ভাব্য ও সহায়ক সব উপায় অবলম্বন করা হবে।
সোমবার দুপুরে নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে এই ইশতেহার প্রকাশ করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ দলের শীর্ষ নেতারা।
দলটির নির্বাচনী ইশতিহারের নাম দেয়া হয়েছে এবার ‘সংকল্প পত্র’। ৪৫ পাতার ইশতেহারে ‘নতুন ভারত’-এর জন্য ৭৫টি অঙ্গীকার নেওয়া হয়েছে বলে জানান দলটির সভাপতি অমিত শাহ।