খেলাধূলা ডেস্কঃ
ইংল্যান্ড বিশ্বকাপ-২০১৯ এর সবগুলো ম্যাচ দেখা যাবে বাংলাদেশে আইসিসির অফিসিয়াল ডিজিটাল ব্রডকাস্টিং পার্টনার র্যাবিটহোল এর ওয়েবসাইটে। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তির মাধমে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
র্যাবিটহোলের অফিসিয়াল ওয়েবসাইটে ম্যাচগুলো দেখার জন্য https://www.rabbitholebd.com এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ওপরের ডান দিকে কোণায় লগ ইন অপশনে ক্লিক করে নিবন্ধন করতে হবে গ্রাহককে। শুধুমাত্র মেইল আইডি কিংবা ফোন নাম্বার দিয়েই নিবন্ধন করা যাবে। এছাড়াও দর্শকের ফেসবুক কিংবা জি-মেইল আইডি ব্যবহার করেও নিবন্ধন করা যাবে। সহজ এই প্রক্রিয়া শেষে বিনা খরচে বিশ্বকাপের খেলা লাইভ দেখা যাবে ওয়েবসাইটটিতে এবং একই সঙ্গে পাওয়া যাবে বিশ্বকাপ ঘিরে র্যাবিটহোলের বিভিন্ন স্পোর্টস কনটেন্ট।
উল্লেখ্য, আগামী ৩০ মে থেকে বিশ্বসেরার মুকুট অর্জনে মাঠে নামবে ১০টি দল। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ২ জুন। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।