ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: তফাজ্জল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
রোববার (১৫ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তিনি নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান।
নির্বাচনে বিএনপির দলীয় কোন প্রার্থী দেয়নি, ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ১১জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মানোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন। আর কোনো প্রার্থী না থাকায় তিনি মেয়র হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।
শেষ দিনে সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন মনোনয়নপত্র জমা দেন বলে জানান তিনি।