জাতীয় ডেস্কঃ
আগামী নির্বাচনে দলকে বিজয়ী করার স্বার্থে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ জেলার নেতাদের বৈঠক হয়। বৈঠকে তারা এ অঙ্গিকার ব্যক্ত করেন।
সূত্র জানায়, বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একে অপরের বিরুদ্ধে পরস্পরবিরোধী রাখছিলেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের থামিয়ে দিয়ে বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকুন। সংগঠনকে শক্তিশালী করুন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, ওবায়দুল কাদেরের উপস্থিতিতে সাতক্ষীরায় একটি প্রতিনিধি সভা হবে। সেখানে জেলা-উপজেলার নেতারা উপস্থিত থাকবেন। সভার দিনক্ষণ শিগগিরই চূড়ান্ত করা হবে। অন্যদিকে আগামী ২১ মে সাতক্ষীরা জেলা ও উপজেলা নেতাদের সঙ্গে ঢাকায় এক বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বৈঠকে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এম মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, মোস্তাক আহমেদ রবি প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক