বিনোদন ডেস্কঃ
জোর গুঞ্জন! ১৯ এপ্রিলই নাকি বিয়ে করছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। আর তার আগেই মুম্বাইয়ের লীলাবতি হাসপাতাল চত্বরে দেখা গেল এই জুটিকে। পাপারাৎজির ক্যামেরায় উঠে আসা ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, বেশ সকাল সকালই মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে পৌঁছন অর্জুন-মালাইকা। ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে তাদের। ভিতরে ঢোকেন দুজনে একসঙ্গে। তবে কী কারণে অর্জুন ও মালাইকা লীলাবতি হাসপাতালে গিয়েছিল, তা অবশ্য জানা যায়নি।
উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যের ইতি টানেন মালাইকা। অর্জুনের সঙ্গে সম্পর্কই সেই বিচ্ছেদের কারণ বলে শোনা গিয়েছিল। আরবাজ-মালাইকা দম্পতির ১৬ বছরের ছেলে রয়েছে, আরহান। এই নতুন সম্পর্কে আরহানও খুশি বলে মনে করছে বলিউডেরই একটা অংশ।