খেলাধূলা ডেস্কঃ
প্রথমে ব্যাট হাতে লিটন দাসের নৈপুণ্যে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানো। এরপর বল হাতে নাসুম আহমেদের আগুন ঝড়া বোলিং। সঙ্গে সাকিব আল হাসান, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশি বোলারদের মধ্যে নির্ধারিত ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। এছাড়া শরিফুল ইসলাম ২৯ রান খরচায় ৩টি, সাকিব আল হাসান ১৮ রান খরচায় ২টি এবং মুস্তাফিজ ১৯ রান খরচায় এক উইকেট শিকার করেন।
আফগানিস্তানের পক্ষে নাজিবউল্লাহ জাদরান ২৭, আজমতুল্লাহ ওমরজাই ২০ ও মোহাম্মদ নবি ১৬ রান করেন। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।