খেলাধূলা ডেস্কঃ
আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। এর আগে প্রতিটি দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে যেন প্রতিটা দল মানিয়ে নিতে পারে সেই জন্যই এমন উদ্যোগ।
এর মধ্যে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে হবে ২৬ ও ২৮ মে। প্রথমটিতে প্রতিপক্ষ পাকিস্তান এবং দ্বিতীয়টিতে দেখা হবে ভারতের বিপক্ষে। বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচ সত্যি ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর।