খেলাধূলা ডেস্কঃ
সবশেষ আসরে খেলা ৭ জন ক্রিকেটার ইংল্যান্ডে আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা পাননি। তারা হলেন- এনামুল হক বিজয়, মমিনুল হক, নাসির হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম ও আরাফাত সানি। এর মধ্যে বেশ কয়েকজন অফ ফর্মের কারণে বাদ পড়েছেন। তবে তাসকিন বাদ পড়েছেন ইনজুরির কারণে।
আজ মঙ্গলবার দুপুরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে দলের সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।