ঢাকা ১২:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ সুপার লিগ: ইংল্যান্ডকে টপকে শীর্ষে বাংলাদেশ

খেলাধূলা:

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সঙ্গে ইংল্যান্ডকে টপকে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে টাইগাররা।

চলতি সিরিজ শুরুর আগে ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল ৪০ করে। নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে ছিল ইংল্যান্ড। পরের দুই অবস্থান ছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার দখলে। বাংলাদেশ এখন সবাইকে পেছনে ফেলে দিয়েছে।

সুপার লিগে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে টাইগারদের সংগ্রহ এখন ৫০ পয়েন্ট।  

পয়েন্ট তালিকার দুইয়ে নেমে যাওয়া ইংল্যান্ড ৯ ম্যাচ খেলে ৪টিতে জিতেছে। পাকিস্তান ও অস্ট্রেলিয়া সমান ৬টি করে ম্যাচ খেলে ৪টি করে জয় পেয়েছে। ৩ ম্যাচে খেলে ৩টিতেই জেতা নিউজিল্যান্ড আছে তালিকার পাঁচে। সমান ম্যাচে সমান জয় নিয়ে ছয়ে আফগানিস্তান।

সুপার লিগের পয়েন্ট তালিকার সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত আছে অষ্টম স্থানে। ভারতের পরেই জিম্বাবুয়ের অবস্থান। এরপর আছে যথাক্রমে আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আর শ্রীলঙ্কা আছে তালিকার একদম নিচে। এখন পর্যন্ত সুপার লিগের পাঁচ ম্যাচ খেলে কোনো জয় পায়নি লঙ্কানরা।  https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FCricinfo%2Fposts%2F10158165708142555&show_text=true&width=500

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মে ২৬, ২০২১
এমএইচএম

Bangladesh go to No.1 in the ICC Men’s @cricketworldcup Super League standings (powered by @MRFWorldwide) ?

Check full table ➡️ https://t.co/aKpQG5ZC8u pic.twitter.com/tbelUP1Jf6— ICC (@ICC) May 25, 2021

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

বিশ্বকাপ সুপার লিগ: ইংল্যান্ডকে টপকে শীর্ষে বাংলাদেশ

আপডেট সময় ০৪:১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

খেলাধূলা:

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সঙ্গে ইংল্যান্ডকে টপকে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে টাইগাররা।

চলতি সিরিজ শুরুর আগে ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল ৪০ করে। নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে ছিল ইংল্যান্ড। পরের দুই অবস্থান ছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার দখলে। বাংলাদেশ এখন সবাইকে পেছনে ফেলে দিয়েছে।

সুপার লিগে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে টাইগারদের সংগ্রহ এখন ৫০ পয়েন্ট।  

পয়েন্ট তালিকার দুইয়ে নেমে যাওয়া ইংল্যান্ড ৯ ম্যাচ খেলে ৪টিতে জিতেছে। পাকিস্তান ও অস্ট্রেলিয়া সমান ৬টি করে ম্যাচ খেলে ৪টি করে জয় পেয়েছে। ৩ ম্যাচে খেলে ৩টিতেই জেতা নিউজিল্যান্ড আছে তালিকার পাঁচে। সমান ম্যাচে সমান জয় নিয়ে ছয়ে আফগানিস্তান।

সুপার লিগের পয়েন্ট তালিকার সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত আছে অষ্টম স্থানে। ভারতের পরেই জিম্বাবুয়ের অবস্থান। এরপর আছে যথাক্রমে আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আর শ্রীলঙ্কা আছে তালিকার একদম নিচে। এখন পর্যন্ত সুপার লিগের পাঁচ ম্যাচ খেলে কোনো জয় পায়নি লঙ্কানরা।  https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FCricinfo%2Fposts%2F10158165708142555&show_text=true&width=500

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মে ২৬, ২০২১
এমএইচএম

Bangladesh go to No.1 in the ICC Men’s @cricketworldcup Super League standings (powered by @MRFWorldwide) ?

Check full table ➡️ https://t.co/aKpQG5ZC8u pic.twitter.com/tbelUP1Jf6— ICC (@ICC) May 25, 2021