ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যে ধারণা দিলেন পাপন

খেলাধূলা ডেস্কঃ

এপ্রিলের মাঝামাঝিতে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। তবুও দলে কারা থাকবেন তা নিয়ে জল্পনার অন্ত নেই। বিসিবি থেকেও ইঙ্গিত পাওয়া গেছে অনেকটাই গুছিয়ে আনা হয়েছে বিশ্বকাপ স্কোয়াড।

মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রদর্শনী ম্যাচ দেখতে মিরপুর গিয়েছিলেন নাজমুল হাসান পাপন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি। প্রশ্ন আসে কেমন হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পজিশন ধরে ধরে বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনের নামই বললেন তিনি।

শুরুটা করেন তিনি ৭ নম্বর পজিশন থেকে। নাজমুল বলেছেন, ‘সাত নম্বরে যদি দেখেন কে কে আছে, সাইফউদ্দিন আছে, মিরাজ আছে,সাব্বির আছে। আবার সৌম্য অনেক সময় নিচে নামতে পারে। কে খেলছে সেটা আমি এখনো জানি না।’

বিসিবি সভাপতির কথায় বোঝা যাচ্ছে সাত নম্বর পজিশনে রয়েছে একাধিক দাবীদার। এদিকে তামিমের সাথে ওপেনিংয়ে লিটনের পজিশনটা এক প্রকার নিশ্চিতই করে দিলেন নাজমুল, ‘যদি ধরেন তামিম আর লিটন ওপেন করে, তাহলে তিন নম্বরে সাকিব খেলার সম্ভাবনা খুব বেশি। ও ওখানে খেলতে চায়। চারে তো মুশফিক। পাঁচে মিঠুন বা এ রকম কেউ একজন। ছয়ে রিয়াদ। সাতে তখন সৌম্য আসতে পারে। এ ছাড়া আছে সাব্বির। এখন সাব্বির আছে, সাইফউদ্দিন আছে। কারণ তিন পেসার তো খেলাবে। মোস্তাফিজ আর মাশরাফির একাদশে থাকা নিশ্চিত। আরেকটা পজিশনের জন্য রুবেল আছে, তাসকিন আছে। একটা স্পিনার যদি খেলাতে হয়, তাহলে মিরাজকে নিতে হবে।’

১৫ জনের স্কোয়াডে এরই মধ্যে ১৪ জনের নাম এসে গেছে নাজমুলের কথায়। তাহলে ১৫ নম্বর হিসেবে কাকে নেওয়া হবে দলে? তার উত্তরও আছে বিসিবি সভাপতির কথায়, ‘এর বাইরে মোসাদ্দেক থাকতে পারে। আরেকটা পেসার নেওয়ার আমি কোন কারণ দেখি না। ব্যাটসম্যান হিসেবে সাত-আটের কথা ভাবলে মোসাদ্দেক আসতে পারে। আর তো জায়গা দেখি না। ওপেনার তো অলরেডি তিনজন আছেই। ওখানে চতুর্থ ওপেনার নেওয়ার কারণ নেই। চার-পাঁচ-ছয় বুকড।’

অর্থাৎ মিরপুরের বিশ্বকাপ স্কোয়াডের ধারণা দিতে গিয়ে মোটামুটি ১৫ সদস্যের দলই জানিয়ে দিলেন নাজমুল। বাংলাদেশ দলে ঘুরে ফিরে এরাই খেলছেন। তাহলে কি কোন চমক নেই এবারের বিশ্বকাপ স্কোয়াডে? নাজমুলের সহজ উত্তর, ‘এটা চমকের বিষয় নয়। আমরা ১৫ জনের একটা দল বানাব। আপনি যদি নামগুলো দেখেন, তাহলেই তো বুঝবেন। নতুন কারও সম্ভাবনা খুবই কম।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরের ‘ডন’ খ্যাত এমপির ভাগিনা জনির জামিন।বিএনপির নেতাকর্মী সহ এলাকায় তোলপাড়! 

বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যে ধারণা দিলেন পাপন

আপডেট সময় ১১:৪৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
খেলাধূলা ডেস্কঃ

এপ্রিলের মাঝামাঝিতে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। তবুও দলে কারা থাকবেন তা নিয়ে জল্পনার অন্ত নেই। বিসিবি থেকেও ইঙ্গিত পাওয়া গেছে অনেকটাই গুছিয়ে আনা হয়েছে বিশ্বকাপ স্কোয়াড।

মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রদর্শনী ম্যাচ দেখতে মিরপুর গিয়েছিলেন নাজমুল হাসান পাপন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি। প্রশ্ন আসে কেমন হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পজিশন ধরে ধরে বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনের নামই বললেন তিনি।

শুরুটা করেন তিনি ৭ নম্বর পজিশন থেকে। নাজমুল বলেছেন, ‘সাত নম্বরে যদি দেখেন কে কে আছে, সাইফউদ্দিন আছে, মিরাজ আছে,সাব্বির আছে। আবার সৌম্য অনেক সময় নিচে নামতে পারে। কে খেলছে সেটা আমি এখনো জানি না।’

বিসিবি সভাপতির কথায় বোঝা যাচ্ছে সাত নম্বর পজিশনে রয়েছে একাধিক দাবীদার। এদিকে তামিমের সাথে ওপেনিংয়ে লিটনের পজিশনটা এক প্রকার নিশ্চিতই করে দিলেন নাজমুল, ‘যদি ধরেন তামিম আর লিটন ওপেন করে, তাহলে তিন নম্বরে সাকিব খেলার সম্ভাবনা খুব বেশি। ও ওখানে খেলতে চায়। চারে তো মুশফিক। পাঁচে মিঠুন বা এ রকম কেউ একজন। ছয়ে রিয়াদ। সাতে তখন সৌম্য আসতে পারে। এ ছাড়া আছে সাব্বির। এখন সাব্বির আছে, সাইফউদ্দিন আছে। কারণ তিন পেসার তো খেলাবে। মোস্তাফিজ আর মাশরাফির একাদশে থাকা নিশ্চিত। আরেকটা পজিশনের জন্য রুবেল আছে, তাসকিন আছে। একটা স্পিনার যদি খেলাতে হয়, তাহলে মিরাজকে নিতে হবে।’

১৫ জনের স্কোয়াডে এরই মধ্যে ১৪ জনের নাম এসে গেছে নাজমুলের কথায়। তাহলে ১৫ নম্বর হিসেবে কাকে নেওয়া হবে দলে? তার উত্তরও আছে বিসিবি সভাপতির কথায়, ‘এর বাইরে মোসাদ্দেক থাকতে পারে। আরেকটা পেসার নেওয়ার আমি কোন কারণ দেখি না। ব্যাটসম্যান হিসেবে সাত-আটের কথা ভাবলে মোসাদ্দেক আসতে পারে। আর তো জায়গা দেখি না। ওপেনার তো অলরেডি তিনজন আছেই। ওখানে চতুর্থ ওপেনার নেওয়ার কারণ নেই। চার-পাঁচ-ছয় বুকড।’

অর্থাৎ মিরপুরের বিশ্বকাপ স্কোয়াডের ধারণা দিতে গিয়ে মোটামুটি ১৫ সদস্যের দলই জানিয়ে দিলেন নাজমুল। বাংলাদেশ দলে ঘুরে ফিরে এরাই খেলছেন। তাহলে কি কোন চমক নেই এবারের বিশ্বকাপ স্কোয়াডে? নাজমুলের সহজ উত্তর, ‘এটা চমকের বিষয় নয়। আমরা ১৫ জনের একটা দল বানাব। আপনি যদি নামগুলো দেখেন, তাহলেই তো বুঝবেন। নতুন কারও সম্ভাবনা খুবই কম।’