ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে এই প্রথম ‘আইএলএস’ ছাড়া নিখুঁতভাবে বিমান অবতরণ

তথ্যপ্রযুক্তি:

বিমানের স্বংয়ক্রিয় অবতরণ কোনও নতুন ঘটনা নয়। দশকের পর দশক ধরে স্বয়ংক্রিয় অবতরণ করছে বিমান। তবে সেজন্য রানওয়েতে বসাতে হয় বিশেষ যন্ত্রপাতি। যার নাম ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)। বড় বিমানবন্দর ছাড়া এই সুবিধা মেলে না। সেক্ষেত্রে বিমান অবতরণ করাতে হয় পাইলটকে। নতুন এই প্রযুক্তি ব্যবহার করে আইএলএস ছাড়াই স্বয়ংক্রিয় অবতরণ করতে পারবে বিমান।

 

জার্মানির মিউনিখ টেকনিক্যাল ইউনিভার্সিটিতে তৈরি এই প্রযুক্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিমান অবতরণ করিয়ে চোখ ধাঁধিয়ে দিয়েছেন গবেষকরা। নতুন এই প্রযুক্তিতে মানুষের চোখের মতোই রানওয়েকে চিহ্নিত করবে বিমানের কম্পিউটার। সেজন্য একটি ডায়মন্ড ডিএ ৪২ বিমানের সামনে লাগানো হয়েছে সাধারণ ও ইনফ্রারেড ক্যামেরা। নতুন এই প্রযুক্তির নাম দিয়েছেন ‘সি২ল্যাণ্ড’।

মিউনিখ টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, টেস্ট পাইলট থমাস উইমারের হাত বিমানের কন্ট্রোল স্টিকে নেই। রানওয়েতে নেই স্বয়ংক্রিয় অবতরণে সহায়তাকারী কোনও যন্ত্র। শুধুমাত্র ক্যামেরার ছবি বিশ্লেষণ করে রানওয়ে চিহ্নিত করে অবতরণ করে বিমানটি।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি আগামী দিনে বিপ্লব আনবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যেখানে আইএলএস না থাকায় ছোট বিমানগুলো পাইলটদেরই অবতরণ করাতে হয়, সেখানে অনেক নিরাপদ হবে অবতরণ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

বিশ্বে এই প্রথম ‘আইএলএস’ ছাড়া নিখুঁতভাবে বিমান অবতরণ

আপডেট সময় ০২:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
তথ্যপ্রযুক্তি:

বিমানের স্বংয়ক্রিয় অবতরণ কোনও নতুন ঘটনা নয়। দশকের পর দশক ধরে স্বয়ংক্রিয় অবতরণ করছে বিমান। তবে সেজন্য রানওয়েতে বসাতে হয় বিশেষ যন্ত্রপাতি। যার নাম ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)। বড় বিমানবন্দর ছাড়া এই সুবিধা মেলে না। সেক্ষেত্রে বিমান অবতরণ করাতে হয় পাইলটকে। নতুন এই প্রযুক্তি ব্যবহার করে আইএলএস ছাড়াই স্বয়ংক্রিয় অবতরণ করতে পারবে বিমান।

 

জার্মানির মিউনিখ টেকনিক্যাল ইউনিভার্সিটিতে তৈরি এই প্রযুক্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিমান অবতরণ করিয়ে চোখ ধাঁধিয়ে দিয়েছেন গবেষকরা। নতুন এই প্রযুক্তিতে মানুষের চোখের মতোই রানওয়েকে চিহ্নিত করবে বিমানের কম্পিউটার। সেজন্য একটি ডায়মন্ড ডিএ ৪২ বিমানের সামনে লাগানো হয়েছে সাধারণ ও ইনফ্রারেড ক্যামেরা। নতুন এই প্রযুক্তির নাম দিয়েছেন ‘সি২ল্যাণ্ড’।

মিউনিখ টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, টেস্ট পাইলট থমাস উইমারের হাত বিমানের কন্ট্রোল স্টিকে নেই। রানওয়েতে নেই স্বয়ংক্রিয় অবতরণে সহায়তাকারী কোনও যন্ত্র। শুধুমাত্র ক্যামেরার ছবি বিশ্লেষণ করে রানওয়ে চিহ্নিত করে অবতরণ করে বিমানটি।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি আগামী দিনে বিপ্লব আনবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যেখানে আইএলএস না থাকায় ছোট বিমানগুলো পাইলটদেরই অবতরণ করাতে হয়, সেখানে অনেক নিরাপদ হবে অবতরণ।