বিনোদন ডেস্কঃ
গেল বছর টলিউডে ঝলমলিয়ে উঠেছিল ‘গালা’ বিয়েতে! গাঁটছড়া বেঁধেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এরপর রাজ পরিচলনায় ফিরলেও সংসারেই মন দিয়েছিলেন শুভশ্রী! কিন্তু আবারো ফিরছেন শুটিং ফ্লোরে! তবে অন্য কোনও পরিচালক নন। বিয়ের পর রাজের ছবি দিয়েই কামব্যাক করছেন শুভশ্রী!
রাজ চক্রবর্তী প্রোডাকশনের আগামী ছবি ‘পরিণীতা’তেই দেখা মিলবে রাজঘরণীর। শুভ মহরৎ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মহরতের ছবি শেয়ার করেছেন রাজ!
তিনি জানান, রাজ চক্রবর্তী প্রোডাকশনের তৃতীয় ছবি ‘পরিণীতা’। শুভশ্রী ছাড়াও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী। পরিচালক রাজ নিজেই। স্ক্রিনপ্লে এবং ডায়লগ লিখবেন পদ্মনাভ দাশগুপ্ত। সিনেম্যাটোগ্রাফার মানস গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক অর্কপ্রভ মুখোপাধ্যায়।