ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের মিথ্যে খবর ভাইরাল হওয়ায় বিরক্ত চাহাল

খেলাধূলা ডেস্কঃ
বলিউড আর ভারতীয় ক্রিকেটের সম্পর্ক নতুন কিছু নয়। প্রেম থেকে বিয়ে সবেরই নজির রয়েছে এখানে। সেই শর্মিলা ঠাকুর-মুনসুর আলী খান পাতৌদি থেকে সদ্য বিরাট কোহলি-আনুশকা। ক্রিকেট-বলিউডের সফল সম্পর্কের নজির। সেই তালিকায় নাম এসেছিল সদ্য ভারতীয় ক্রিকেটে পা রেখেই তারকা হয়ে যাওয়া যুজবেন্দ্র চাহাল। তাকে নিয়ে শুরু হয়ে গিয়েছে জল ঘোলা। উল্টো দিকে নাম আসছে অভিনেত্রী তানিশা কপুরের।
অনেকদিন ধরেই চলছিল কানাঘুষা। রটে গিয়েছিল বিয়ের কথাও। এই নায়িকার সঙ্গে কয়েকবার দেখাও গিয়েছেন এই লেগ স্পিনারকে। তাকে নিয়ে এই আলোচনার খবরে রীতিমতো বিরক্ত চাহাল। টুইটারে দেখালেন প্রতিক্রিয়াও। যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন কোনওভাবেই এই খবরের কোনও সত্যতা নেই।
চাহাল সেই টুইটে লেখেন, ‘আমি এই পোস্ট করছি এটা জানাতে যে, আমার জীবনে কিছুই চলছে না। আমি বিয়েও করছি না। তনিশা আর আমি খুব ভাল বন্ধু। সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, বানানো খবর দেবেন না। আমার ব্যাক্তি জীবনকে সম্মান  করুন।’
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

বিয়ের মিথ্যে খবর ভাইরাল হওয়ায় বিরক্ত চাহাল

আপডেট সময় ০১:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
খেলাধূলা ডেস্কঃ
বলিউড আর ভারতীয় ক্রিকেটের সম্পর্ক নতুন কিছু নয়। প্রেম থেকে বিয়ে সবেরই নজির রয়েছে এখানে। সেই শর্মিলা ঠাকুর-মুনসুর আলী খান পাতৌদি থেকে সদ্য বিরাট কোহলি-আনুশকা। ক্রিকেট-বলিউডের সফল সম্পর্কের নজির। সেই তালিকায় নাম এসেছিল সদ্য ভারতীয় ক্রিকেটে পা রেখেই তারকা হয়ে যাওয়া যুজবেন্দ্র চাহাল। তাকে নিয়ে শুরু হয়ে গিয়েছে জল ঘোলা। উল্টো দিকে নাম আসছে অভিনেত্রী তানিশা কপুরের।
অনেকদিন ধরেই চলছিল কানাঘুষা। রটে গিয়েছিল বিয়ের কথাও। এই নায়িকার সঙ্গে কয়েকবার দেখাও গিয়েছেন এই লেগ স্পিনারকে। তাকে নিয়ে এই আলোচনার খবরে রীতিমতো বিরক্ত চাহাল। টুইটারে দেখালেন প্রতিক্রিয়াও। যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন কোনওভাবেই এই খবরের কোনও সত্যতা নেই।
চাহাল সেই টুইটে লেখেন, ‘আমি এই পোস্ট করছি এটা জানাতে যে, আমার জীবনে কিছুই চলছে না। আমি বিয়েও করছি না। তনিশা আর আমি খুব ভাল বন্ধু। সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, বানানো খবর দেবেন না। আমার ব্যাক্তি জীবনকে সম্মান  করুন।’