ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘বিয়ে জীবনে একবারই হওয়া উচিত’

বিনোদন ;

‘রাবতা’, ‘দিলওয়ালে’, ‘বারেলি কি বরফি’ সিনেমাগুলোতে অভিনয় করে বেশ জনপ্রিয় বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। এরপর অভিনয় করলেন ‘লুকা ছুপ্পি’ ছবিতে। সবগুলোতেই দর্শকের নজর কেড়েছেন তিনি। দিনদিন তার ভক্তের সংখ্যাও বাড়ছে। শুধু সিনেমা নিয়ে নয়, তার প্রেম নিয়েও আলোচনা চলে বলিউড পাড়ায়। মাঝে গুঞ্জনও উঠেছিল, কারও সঙ্গে লিভ-ইন করছেন নায়িকা! বিয়ে না লিভ-ইন? এ প্রশ্নের জবাব দিয়েছেন কৃতি।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি বিয়ের পক্ষে। কিন্তু জাজমেন্টাল হতে চাই না। যারা লিভ-ইন সম্পর্কে থাকেন তারা বিয়ের আগে পরখ করে দেখে নিতে চান আদৌ তারা একসঙ্গে থাকতে পারবেন কি-না, এতে দোষের কী আছে? যদি একে অপরের সম্পর্কে নিশ্চিত না হন তাহলে বিয়ে না করাই ভালো। অবশ্য বিয়ে জীবনে একবারই হওয়া উচিত। তবে লিভ-ইনের আরও একটা ভালো দিক—চাইলেও একে অপরের কাছ থেকে কিছু লুকোনো যাবে না।’

সামনে নারী দিবস। দিবসটি নিয়েও মুখ খুলেছেন এ অভিনেত্রী। কৃতি বলেন, ‘আমি নারী দিবসের বিরুদ্ধে। আমাদের জন্য মাত্র ১ দিন বরাদ্দ কেন? ছোটবেলা থেকে বাচ্চাদের শেখানো উচিত, ছেলে ও মেয়ের অধিকার সমান। বাচ্চাদের শেখানোর পেছনে অভিভাবকদের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

ঢাকায় জাতিসংঘের অফিস স্থাপনের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ

‘বিয়ে জীবনে একবারই হওয়া উচিত’

আপডেট সময় ০২:০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০

বিনোদন ;

‘রাবতা’, ‘দিলওয়ালে’, ‘বারেলি কি বরফি’ সিনেমাগুলোতে অভিনয় করে বেশ জনপ্রিয় বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। এরপর অভিনয় করলেন ‘লুকা ছুপ্পি’ ছবিতে। সবগুলোতেই দর্শকের নজর কেড়েছেন তিনি। দিনদিন তার ভক্তের সংখ্যাও বাড়ছে। শুধু সিনেমা নিয়ে নয়, তার প্রেম নিয়েও আলোচনা চলে বলিউড পাড়ায়। মাঝে গুঞ্জনও উঠেছিল, কারও সঙ্গে লিভ-ইন করছেন নায়িকা! বিয়ে না লিভ-ইন? এ প্রশ্নের জবাব দিয়েছেন কৃতি।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি বিয়ের পক্ষে। কিন্তু জাজমেন্টাল হতে চাই না। যারা লিভ-ইন সম্পর্কে থাকেন তারা বিয়ের আগে পরখ করে দেখে নিতে চান আদৌ তারা একসঙ্গে থাকতে পারবেন কি-না, এতে দোষের কী আছে? যদি একে অপরের সম্পর্কে নিশ্চিত না হন তাহলে বিয়ে না করাই ভালো। অবশ্য বিয়ে জীবনে একবারই হওয়া উচিত। তবে লিভ-ইনের আরও একটা ভালো দিক—চাইলেও একে অপরের কাছ থেকে কিছু লুকোনো যাবে না।’

সামনে নারী দিবস। দিবসটি নিয়েও মুখ খুলেছেন এ অভিনেত্রী। কৃতি বলেন, ‘আমি নারী দিবসের বিরুদ্ধে। আমাদের জন্য মাত্র ১ দিন বরাদ্দ কেন? ছোটবেলা থেকে বাচ্চাদের শেখানো উচিত, ছেলে ও মেয়ের অধিকার সমান। বাচ্চাদের শেখানোর পেছনে অভিভাবকদের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’