ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে হয়ে গেলো দিপিকা-রনবীরের

 

বিনোদন ডেস্ক:

ইতালিতে চলছে দিপিকা পাড়ুকোন এবং রনবীর সিংহের বিয়ের অনুষ্ঠান। কোঙ্কনি প্রথায় বিয়ে হয়ে গেল এই জুটির।ঐতিহ্যবাহী কোঙ্কনি প্রথায় এই অনুষ্ঠানে পাত্রীর বাবা পাত্রের বাবা-মাকে আমন্ত্রণ জানান। দীপিকার বাবা এ দিন রণবীরের হাতে একটি নারকেল দেন। তার পর আনুষ্ঠানিক ভাবে তাঁর পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানান। খবর আনন্দবাজার পত্রিকার।

ঠিক এর পরই প্রথা মেনে আংটি বদল করেন দীপিকা-রণবীর। দুই পরিবারের সদস্যরা শুভেচ্ছা জানান তাঁদের।

গত শনিবার পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে ইতালি গিয়েছেন এই জুটি। সঙ্গে গিয়েছেন ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্টরা। তাঁদের হাতেই বিমানবন্দরে সব্যসাচী কালেকশনের ব্যাগ দেখা গিয়েছে। অর্থাত্ সব্যসাচীর ডিজাইন করা পোশাক বেছে নিয়েছেন দীপিকা।

বলিউড সূত্রের খবর, সুতোর কাজের ব্লাউজ সঙ্গে হালকা কাজের ব্রাইডাল শাড়ি বেছে নেন দীপিকা। সঙ্গে মানানসই দক্ষিণী ডিজাইনের গয়না। আবার কোনও মহলের মতে, সব্যসাচীর সিগনেচার ডিজাইনের লাল লেহেঙ্গাতেও বিয়ের দিন সাজেন তিনি। রণবীরের পরনে থাকতে পারে কাঞ্জিভরম শেরওয়ানি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি

বিয়ে হয়ে গেলো দিপিকা-রনবীরের

আপডেট সময় ১১:১৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮

 

বিনোদন ডেস্ক:

ইতালিতে চলছে দিপিকা পাড়ুকোন এবং রনবীর সিংহের বিয়ের অনুষ্ঠান। কোঙ্কনি প্রথায় বিয়ে হয়ে গেল এই জুটির।ঐতিহ্যবাহী কোঙ্কনি প্রথায় এই অনুষ্ঠানে পাত্রীর বাবা পাত্রের বাবা-মাকে আমন্ত্রণ জানান। দীপিকার বাবা এ দিন রণবীরের হাতে একটি নারকেল দেন। তার পর আনুষ্ঠানিক ভাবে তাঁর পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানান। খবর আনন্দবাজার পত্রিকার।

ঠিক এর পরই প্রথা মেনে আংটি বদল করেন দীপিকা-রণবীর। দুই পরিবারের সদস্যরা শুভেচ্ছা জানান তাঁদের।

গত শনিবার পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে ইতালি গিয়েছেন এই জুটি। সঙ্গে গিয়েছেন ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্টরা। তাঁদের হাতেই বিমানবন্দরে সব্যসাচী কালেকশনের ব্যাগ দেখা গিয়েছে। অর্থাত্ সব্যসাচীর ডিজাইন করা পোশাক বেছে নিয়েছেন দীপিকা।

বলিউড সূত্রের খবর, সুতোর কাজের ব্লাউজ সঙ্গে হালকা কাজের ব্রাইডাল শাড়ি বেছে নেন দীপিকা। সঙ্গে মানানসই দক্ষিণী ডিজাইনের গয়না। আবার কোনও মহলের মতে, সব্যসাচীর সিগনেচার ডিজাইনের লাল লেহেঙ্গাতেও বিয়ের দিন সাজেন তিনি। রণবীরের পরনে থাকতে পারে কাঞ্জিভরম শেরওয়ানি।