স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লার বুড়িচংয়ে সাজ্জাদ হোসেন নামে এক শিশুকে অপহরণ মামলায় একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার বিকেলে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আজিজ আহমদ ভূইয়া এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেন জেলার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ গ্রামের আবু তাহেরের ছেলে।
জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর গ্রামের আক্তার হোসেনের শিশুপুত্র সাজ্জাদ হোসেন ২০১১ সালের ৪ নভেম্বর বিবির বাজার এলাকা থেকে অপহৃত হয়। ওইদিন রাত ৮টায় নয়ন নামে এক ব্যক্তি মোবাইল ফোনে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ওই শিশুর খোঁজ না পেয়ে সাজ্জাদের পিতা আক্তার হোসেন বাদী হয়ে নয়নসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১২ সালের ২৯ মার্চ জাহাঙ্গীর হোসেন নামে একজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রবিবার বিকেলে জাহাঙ্গীর হোসেনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।