কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় গোমতি নদীর তীর থেকে মেহরাব হোসেন নামে নৌ-বাহিনীর এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার বুড়িচং উপজেলার ভাংতি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মেহরাব ভাংতি গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নৌ-বাহিনীর নাবিক (সৈনিক) মেহরাব হোসেন খুলনায় কর্মরত ছিল। ছুটিতে বাড়িতে আসার পর বুধবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর তিনি রাতে বাসায় ফেরেনি। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে গোমতি নদীর তীরে মেহরাবের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।