বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার বুড়িচং থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মাদক কারবারি আটক। শুক্রবার (২৬ জুলাই) এসআই পুষ্প বরণ চাকমা ও এসআই রাজীব চন্দ্র করের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানে বুড়িচং থানাধীন কামারখাড়া ও শংকুচাইল এলাকায় অভিযান পরিচালনা করে ষোলনল ইউনিয়ন এলাকার ছয়ঘরিয়া এলাকার হালিম মিয়ার ছেলে মোঃ সারোয়ার কবির (৩০) ও একই এলাকার আঙ্গুর মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন (৩০) কে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
অপর এক অভিযানে ১ কেজি গাজাসহ মহিলা মাদক ব্যবসায়ি শিখা আক্তার (২৮) কে আটক করা হয়। শিখা নেত্রকোনা জেলার সদর উপজেলার চকপাড়া গ্রামের লাল মিয়ার মেয়ে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মাদক ব্যবসায়িরা যত ক্ষমতাশালি বা যে দলেরই হোক তাদের ছাড় দেয়া হবে না। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক কারবারিদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহায়তা করারও আহ্বান জানান তিনি।