খেলাধূলা:
বৃষ্টির পুর্বাভাস ছিল। সেটাই হলো ম্যানচেস্টারে। প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের রান যখন ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১, তখন শুরু হয় বৃষ্টি। খেলা আপাতত বন্ধ রয়েছে।
ম্যাচ বন্ধ হওয়ার আগে রস টেলর ৬৭* ও টম ল্যাথাম ৩* রানে ব্যাট করছিলেন। সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। তাই ভারত-নিউজিল্যান্ড খেলা আজ (মঙ্গলবার) আর শুরু না হলে আগামীকাল (বুধবার) আবারও হবে।