খেলাধূলা ডেস্কঃ
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। সোমবার রাতে গ্রানাডার সেন্ট জর্জেস স্টেডিয়ামে এই ম্যাচে কোনও বল মাঠে গড়ায়নি। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃষ্টি কারণে প্রায় ৪০ মিনিট বিলম্বে টস হয়।
ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তবে দু’দল মাঠে নামার আগেই ফের বৃষ্টি হানা দেয়। তাই খেলা আর মাঠে গড়াতে পারেনি। শেষ পর্যন্ত রাত পৌনে একটার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
পাঁচ ম্যাচ সিরিজে তাই দু’দলের মধ্যে ১-১ ব্যবধানে সমতাই থাকল। সিরিজের চতুর্থ ম্যাচ আগামীকাল বুধবার একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।