খেলাধূলা ডেস্কঃ
সকাল থেকে কার্ডিফের আকাশে ছিল বৃষ্টির ঘনঘটা। দুপুর অব্দি থেমে থেমে চলল প্রকৃতির কান্না। গতকাল অব্যাহত বৃষ্টি ও আউটফিল্ড খেলার অনুপযুক্ত হওয়ায় শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বৃষ্টির কারণে এই ম্যাচে টসও হয়নি। তাই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির পেটে গলিয়ে গেল। আগামীকাল কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে মাশরাফি বাহিনী।
বৃষ্টিতে ম্যাচ মাঠে না গড়ানোর ফলে কার্ডিফের গ্যালারিতে হাজির হওয়া দর্শকদের ফিরতে হয়েছে হতাশা নিয়ে। যেমনটা ভারতের বেঙ্গালুরুর জয়েশ, কর্মসূত্রে গত দু’বছর ধরে থাকেন লন্ডনে। ভীষণ ক্রিকেট পাগল। গতকাল রবিবার জয়েশকে পাওয়া গেল কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামের গ্যালারিতে। বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচটি দেখার আশায় প্রায় ২০০ কিলোমিটার ট্রেন ভ্রমণ করে কার্ডিফে ছুটে এসেছেন তিনি। তবে বৃষ্টির কারণে তার আর খেলা দেখা হয়নি। হতাশ হয়ে গতকালই তিনি লন্ডনে ফিরে গেছেন।
এ প্রতিবেদককে জয়েশ বলেন, যদিও আজ আমার দেশের খেলা ছিল না। তবে রবিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় খেলা দেখার জন্য এসেছিলাম। জয়েশের মতো গতকাল অনেকেই পরিবার নিয়ে খেলা দেখতে এসে হতাশ হয়েছেন। বৃষ্টি থেমে যাবে, এই আশা নিয়ে তারা ঘণ্টার পর ঘণ্টা গ্যালারিতে বসে গল্পগুজব করে সময় পার করেছেন।
স্টেডিয়ামের বাইরে কথা হয় বাংলাদেশি দুই বন্ধু দিনার ও ইয়াকুবের সাথে। এক পতাকা বিক্রেতার কাছ থেকে দরদাম করে বাংলাদেশের জাতীয় পতাকা কিনছিলেন তারা। দুজনই কার্ডিফে থাকেন। টাইগারদের সমর্থন করার জন্য মাঠে এসেছিলেন। তাদেরও আশায় গুড়ে বালি ফেলেছে প্রকৃতি।
নিজের ছোট ছোট তিন ছেলেমেয়ে নিয়ে মাঠে এসেছেন পাকিস্তানী নারী জাহরা। তবে মজার ব্যাপার হলো তার বাচ্চাদের হাতে বাংলাদেশি পতাকা। জানতে চাইলে হেসে দিয়ে বলেন, ওদের বাবা বাংলাদেশের মানুষ। তাই ওরাও বাবার দেশকেই সাপোর্ট করবে।
কথা হয় মাঠের অদূরে দাঁড়িয়ে থাকা পতাকা বিক্রেতা লোবোর সাথে। তিনিও পাকিস্তানের নাগরিক কিন্তু থাকেন কার্ডিফে। জানালেন, প্রতিটি পতাকার দাম ২ পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় ২২৫ টাকার সমান। পাশের আরেক কৃষ্ণাঙ্গ পতাকা বিক্রেতা জানালেন, কার্ডিফে বসবাসরত পাকিস্তানীদের চেয়ে বাংলাদেশিরাই বেশি ক্রিকেট দেখে। তাই তিনি বাংলাদেশের জাতীয় পতাকা বেশি করে এনেছেন। তবে বৃষ্টির কারণে তার সব আশা শেষ। সকাল থেকে এ পর্যন্ত মাত্র চার/পাঁচটা পতাকা বিক্রি হয়েছে। তবে মঙ্গলবার ভারতের সাথে খেলার দিন বৃষ্টি হবে না বলেই তার আশা।