ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টির শঙ্কায় বিশ্ব একাদশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

খেলাধূলা ডেস্কঃ

‘মোর দ্যান অ্যা টি-টোয়েন্টি’ ব্যানারে বাংলাদেশ সময় রাত এগারোটায় মাঠে নামার কথা রয়েছে বিশ্ব একাদশ এবং ওয়েস্ট ইন্ডিজ একাদশের। গত বছর ঘূর্ণিঝড় ‘ইরমার’ ও ‘মারিয়ার’ আঘাতে ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। যেটার আঘাত এখনো কাটিয়ে উঠতে পারেনি নিম্ন আয়ের দেশগুলো। তাদেরকে সাহায্য করতেই আজ একটি প্রদর্শনী ম্যাচ খেলতে নামার কথা দুই দলের।

বিশ্ব একাদশে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। কিন্তু এই ম্যাচে তামিমদের মাঠে নামা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। ম্যাচের ভেন্যু লর্ডসের আবহাওয়ার পুর্বাভাসে দেখা যাচ্ছে ম্যাচ শুরুর সময়ে বজ্রপাতসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময় রাত এগারোটায় শুরু হওয়ার কথা ম্যাচটি। ঠিক ওই সময়েই লর্ডসের তাপমাত্রা নেমে যাবে ১৬ ডিগ্রি সেলসিয়াসে এবং শুরু হবে ভারী বর্ষণ। এর সাথে থাকবে বজ্রপাত। টানা এক ঘণ্টা বৃষ্টির পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়ার পুর্ভাবাস। এমনটা হলে হয়তো ঘণ্টাখানেক পিছিয়ে রাত বারোটায় শুরু হবে তামিমদের ম্যাচ।

আইসিসি বিশ্ব একাদশ: শহীদ আফ্রিদি (অধিনায়ক), স্যাম বিলিংস, স্যাম কারান, তামিম ইকবাল, টাইমল মিলস, দীনেশ কার্তিক, রশিদ খান, সন্দীপ লামিশানে, মিচেল ম্যাকগ্লেন্যাহান, শোয়েব মালিক, থিসারা পেরেরা, লুক রংকি, আদিল রশীদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কার্লস ব্র্যাথওয়েট, সামিউল বাদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, আশলে নার্স, কেমো পাওল, রভমান পাওয়েল, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন সামুয়েলস, কেসরিক উইলিয়ামস।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

বৃষ্টির শঙ্কায় বিশ্ব একাদশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

আপডেট সময় ০৯:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
খেলাধূলা ডেস্কঃ

‘মোর দ্যান অ্যা টি-টোয়েন্টি’ ব্যানারে বাংলাদেশ সময় রাত এগারোটায় মাঠে নামার কথা রয়েছে বিশ্ব একাদশ এবং ওয়েস্ট ইন্ডিজ একাদশের। গত বছর ঘূর্ণিঝড় ‘ইরমার’ ও ‘মারিয়ার’ আঘাতে ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। যেটার আঘাত এখনো কাটিয়ে উঠতে পারেনি নিম্ন আয়ের দেশগুলো। তাদেরকে সাহায্য করতেই আজ একটি প্রদর্শনী ম্যাচ খেলতে নামার কথা দুই দলের।

বিশ্ব একাদশে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। কিন্তু এই ম্যাচে তামিমদের মাঠে নামা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। ম্যাচের ভেন্যু লর্ডসের আবহাওয়ার পুর্বাভাসে দেখা যাচ্ছে ম্যাচ শুরুর সময়ে বজ্রপাতসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময় রাত এগারোটায় শুরু হওয়ার কথা ম্যাচটি। ঠিক ওই সময়েই লর্ডসের তাপমাত্রা নেমে যাবে ১৬ ডিগ্রি সেলসিয়াসে এবং শুরু হবে ভারী বর্ষণ। এর সাথে থাকবে বজ্রপাত। টানা এক ঘণ্টা বৃষ্টির পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়ার পুর্ভাবাস। এমনটা হলে হয়তো ঘণ্টাখানেক পিছিয়ে রাত বারোটায় শুরু হবে তামিমদের ম্যাচ।

আইসিসি বিশ্ব একাদশ: শহীদ আফ্রিদি (অধিনায়ক), স্যাম বিলিংস, স্যাম কারান, তামিম ইকবাল, টাইমল মিলস, দীনেশ কার্তিক, রশিদ খান, সন্দীপ লামিশানে, মিচেল ম্যাকগ্লেন্যাহান, শোয়েব মালিক, থিসারা পেরেরা, লুক রংকি, আদিল রশীদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কার্লস ব্র্যাথওয়েট, সামিউল বাদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, আশলে নার্স, কেমো পাওল, রভমান পাওয়েল, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন সামুয়েলস, কেসরিক উইলিয়ামস।