জাতীয় ডেস্কঃ
মিয়ানমার বাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার আসা-যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে কয়েক দফা হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দেশের সব জেলায় প্রতিবাদ সভা করার ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে আগামী শনিবার ঢাকা মহানগরীরর সকল থানায় থানায় প্রতিবাদ সভা করারও ঘোষণা দেন তিনি।