মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) থেকেঃ
বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা তিতাস উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা।
শনিবার (৯ মার্চ) বিকালে উপজেলার মাছিমপুর সরকারি প্রাথমি বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ নাজমুল হোসেন মুরাদ এর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যলয় সমিতির সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, সিনিয়র সভাপতি অনিতা সাহা, মনিরুল, তাইজুদ্দিন, সহ-সভাপতি সামসুল হাসান, আবদুল হালিম, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কবির হোসেন, মাসদ কামাল,আবুল হোসেন, মোহাম্মদ আলী, মনির, দোলন সাহা, লিপি সাহা, নাজমা আক্তার, আছমা আক্তার, লিপি, মরিয়ম, তাহমিনা আক্তার লায়লা আনোয়ার মাহমুদা, আফরোজা, বকুল আক্তার, কাকরুল সাবুনা, মোকাদ্দস, নুর মোহাম্মদ, সাহেরা আক্তার, মোস্তফা কামাল, মোস্তফা, রাসেল, হযরত আলীসহ বিভিন্ন সহকারী শিক্ষক- শিক্ষিকারা।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনও বিভিন্ন অনুষ্ঠানে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের পরের গ্রেড তথা ১১তম গ্রেডে বেতন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ নতুন করে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করে তাদের ১১তম এবং সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে বেতনের প্রস্তাবনা নীতিগতভাবে চূড়ান্ত করেছেন। এই সংক্রান্ত প্রস্তাবিত গ্রেড পাশ হলে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেতে সহকারী শিক্ষকদের দুটি ধাপ অতিক্রম করতে হবে। আর তাই সহকারী প্রধান শিক্ষক পদটি নতুন করে সৃষ্টি না করে প্রধান শিক্ষকের পরের ধাপেই ১১তম গ্রেডেই সহকারী শিক্ষকদের বেতন দেওয়ার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।