ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘বৈধভাবেই ভেনেজুয়েলায় সেনা পাঠিয়েছে রাশিয়া’

অন্তর্জাতিক ডেস্কঃ

ভেনেজুয়েলায় রুশ সেনা এবং দু’টি বিমান দেশটির সংবিধান মেনে এবং বৈধভাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভ। ভেনেজুয়েলায় রাশিয়া নাক গলাচ্ছে বলে অভিযোগ ওঠার পর একথা জানান তিনি।

গত শনিবার দেশটিতে রুশ মালামালসহ প্রায় একশ সেনা, আইএল সিক্স টু এবং  এএন ওয়ান টু ফোর বিমান পাঠিয়েছে রাশিয়া। এ দুই বিমান প্রায় ৩৫ টন মালামাল বহন করে নিয়ে গেছে। খবর পার্সটুডের।

২০০১ সালে কারাকাস এবং মস্কোর মধ্যে সই করা সামরিক-কারিগরি সহযোগিতা চুক্তির আওতায় এ সব রুশ সেনা এবং মালামাল ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে বলে জানান মারিয়া। দেশটিতে রুশ সেনা পাঠানোর জন্য নতুন করে কোনো অনুমোদন নেয়ার দরকারও নেই।

এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে মারিয়া বলেন, চুক্তিটি রাশিয়া এবং ভেনেজুয়েলা উভয়পক্ষ এর আগে অনুমোদন করেছে কাজেই এ নিয়ে ভেনেজুয়েলার জাতীয় সংসদের নতুন করে অনুমোদন নেয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই।

ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদো গত ২৩ জানুয়ারি আমেরিকার প্রকাশ্য সমর্থন নিয়ে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দাবি করেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ঘটনাকে তার সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টায় মার্কিন উসকানি বলে অভিহিত করেছেন। গত দুই মাসে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের জন্য আমেরিকা ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ প্রেক্ষাপটে রাশিয়া মাদুরোর সরকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে দেশটিতে হস্তক্ষেপের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দেয়। এ ছাড়া, দেশটিতে সেনা এবং মালামাল পাঠায় রাশিয়া।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্চিত করে নতুন কমিটি ঘোষণা

‘বৈধভাবেই ভেনেজুয়েলায় সেনা পাঠিয়েছে রাশিয়া’

আপডেট সময় ১১:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
অন্তর্জাতিক ডেস্কঃ

ভেনেজুয়েলায় রুশ সেনা এবং দু’টি বিমান দেশটির সংবিধান মেনে এবং বৈধভাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভ। ভেনেজুয়েলায় রাশিয়া নাক গলাচ্ছে বলে অভিযোগ ওঠার পর একথা জানান তিনি।

গত শনিবার দেশটিতে রুশ মালামালসহ প্রায় একশ সেনা, আইএল সিক্স টু এবং  এএন ওয়ান টু ফোর বিমান পাঠিয়েছে রাশিয়া। এ দুই বিমান প্রায় ৩৫ টন মালামাল বহন করে নিয়ে গেছে। খবর পার্সটুডের।

২০০১ সালে কারাকাস এবং মস্কোর মধ্যে সই করা সামরিক-কারিগরি সহযোগিতা চুক্তির আওতায় এ সব রুশ সেনা এবং মালামাল ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে বলে জানান মারিয়া। দেশটিতে রুশ সেনা পাঠানোর জন্য নতুন করে কোনো অনুমোদন নেয়ার দরকারও নেই।

এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে মারিয়া বলেন, চুক্তিটি রাশিয়া এবং ভেনেজুয়েলা উভয়পক্ষ এর আগে অনুমোদন করেছে কাজেই এ নিয়ে ভেনেজুয়েলার জাতীয় সংসদের নতুন করে অনুমোদন নেয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই।

ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদো গত ২৩ জানুয়ারি আমেরিকার প্রকাশ্য সমর্থন নিয়ে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দাবি করেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ঘটনাকে তার সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টায় মার্কিন উসকানি বলে অভিহিত করেছেন। গত দুই মাসে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের জন্য আমেরিকা ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ প্রেক্ষাপটে রাশিয়া মাদুরোর সরকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে দেশটিতে হস্তক্ষেপের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দেয়। এ ছাড়া, দেশটিতে সেনা এবং মালামাল পাঠায় রাশিয়া।