বিনোদন ডেস্কঃ
সম্প্রতি নতুন একটি স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করলেন নায়লা নাঈম। আকাশ নিবিরের গল্পে ‘জামাইবাবু বৌদি অ্যান্ড কিলার’ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। নায়লা নাঈম ছাড়াও এতে অভিনয় করেছেন নির্মাতা সাইফ চন্দন ও আকশ নিবির।
নায়লা নাঈম বলেন, ‘বরাবরের মতোই আমাকে দর্শকেরা খুঁজে পাবে। তবে আমার লুকে ভিন্নতা থাকবে। কারণ আমাকে অভিনয় করতে হয়েছে সংলাপ ডেলিভারি দিতে হয়েছে- যাতে দর্শকেরা অভ্যস্ত নন। আর আমার বিপরীতে জামাই হিসেবে অভিনয় করেছেন সাইফ চন্দন। অনেক সাপোর্টিভ মানুষ তিনি।’
এই স্বল্পদৈর্ঘ্যে নায়লা নাঈমের জামাইবাবু চরিত্রে অভিনয় করেছেন সাঈফ চন্দন। কিলার চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা আকাশ নিবির নিজেই। আর সংলাপ ও চিত্রনাট্য করেছেন শামীমুল ইসলাম শামীম। ২৫ জানুয়ারি শট-কাট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।