অন্তর্জাতিক ডেস্কঃ
ব্রাজিলের দক্ষিণপূর্ব রাজ্য মিনাস জেরাইসে বাঁধ ধসে খনিজ বর্জ্যরে প্রবাহে চাপা পড়ে নিহতের সংখ্যা ৫৮ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ঘটনার দুদিন পরও উদ্ধার কর্মীরা নিখোঁজ কয়েকশ জনের সন্ধানে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। রবিবার সূর্য ডোবার পরও তারা একটি বাস ও একটি বাড়ির ভেতরে মৃতদেহের খোঁজে অনুসন্ধান চালান। ওই বাড়ি থেকে আগেই দুর্ঘটনায় নিহত তিনজনের মৃতদেহ মিলেছিল বলে জানিয়েছেন মিনাস জেরাইস দমকল বিভাগের মুখপাত্র পেদ্রো আহিরা। সময় যত গড়াচ্ছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও তত ক্ষীণ হচ্ছে বলে ভাষ্য কর্মকর্তাদের।
পেদ্রো আহিরা বলেন, ‘শেষ দেহটি পাওয়া পর্যন্ত, দমকল বিভাগ জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা সামনে রেখেই কাজ করে যাবে। অবশ্যই, দুর্ঘটনার ধরন এবং সময় যেভাবে পার হচ্ছে, তাতে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা কমে আসছে।’