মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধঃ
কুমিল্লা দর ব্রাহ্মণপাড়ায় উপজেলায় বখাটে যুবক ও কিশোর গ্যাংয়ের হামলায় চিকিৎসাধীন অবস্থায় সুজন নামের একযুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি আরো বরেন, বখাটে যুবক ও কিশোর গ্যাংয়ের হামলায় দীর্ঘ ১৪ দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ওতে ৬ অক্টোবর রাতে মারা গেছেন সুজন।
এ ঘটনায় আমরা আগেই মামলা নিয়েছি এবং দুজন আসামি গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বাকি আসামিদেরকেও ধরার চেষ্টা চলছে।
জানা যায়, গত (২২ সেপ্টেম্বর) সোমবার বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এনামুলের দোকানে সামনে এ হামলার ঘটনা ঘটে। উক্ত কিশোর গ্যাংয়ের হামলায় ৭ জন কিশোর আহত হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, মনোহরপুর ও অলুয়া এলাকার কয়েকজন কিশোরের মধ্যে মেয়েলি বিষয় নিয়ে কিছু দিন আগে কথা কাটাকাটি ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে সোমবার বিকেলে মনোহরপুরে কয়েকজন কিশোর অলুয়া মাদ্রাসার সামনে এসে স্থানীয় কয়েকজন কিশোরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।
আহতদের মধ্যে গুরুতর সুজন মিয়াকে (২২) উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তার অবস্থা আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখানে মুমূর্ষ অবস্থায় থেকে আজ সোমবার রাতে দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লরে সুজন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে আসে।