বিনোদন ডেস্ক:
রানু মণ্ডল এখন ভারতের নতুন সেনসেশন। তার ‘তেরি মেরি’ গানে এখন মেতে গোটা দেশ। একের পর এক গানের অফার। রানু এখন মুম্বাইয়ে থাকতে চান বলে শোনা যাচ্ছে।
রানাঘাটের স্টেশন ছেড়ে এখন মুম্বাইয়েই দিন কাটছে রানুর। হিমেশ রেশামিয়ার সঙ্গে দুটি গানও গেয়ে ফেলেছেন ইতিমধ্যেই। তবে হঠাৎ করে খ্যাতি পেলে মানুষ হয়তো নিজের শিকড় ভুলে যান। নেটিজেনদের এমনটাই অভিযোগ রানুর বিরুদ্ধে। কারণ, সংবাদমাধ্যমের সামনে গিয়ে রানু এমন কথাই বলেছেন যা সবার পছন্দ না হওয়াটাই স্বাভাবিক।
রানু বলেছেন, ‘তাকে দেখে অনেকেই ছুটে এসে জড়িয়ে ধরেন। আর সেই ভক্তদের মধ্যে অনেকেরই গায়ে নাকি দুর্গন্ধ। যেটা একেবারেই ভাল লাগে না রানুর।’ তিনি বলেছেন, ‘ওরা এসে জড়িয়ে ধরলে আমার অস্বস্তি হয়। ঘেন্না করে।’