আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের রাফালে বিমান কেনার প্রতিক্রিয়ায় পাকিস্তান ২৫টি চীনা মাল্টিরোল জে-১০সি ফাইটার জেটের একটি পূর্ণ স্কোয়াড্রন কিনেছে। বুধবার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির নিজ বাড়িতে সাংবাদিকদের পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২২ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসের অনুষ্ঠানে যোগ দেবে ২৫টি চীনা মাল্টিরোল জে-১০সি ফাইটার জেটের একটি পূর্ণ স্কোয়াড্রন।
যাইহোক, ভারতকে মোকাবিলায় চীন দীর্ঘদিন ধরেই তাদের মিত্র পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও বাড়াচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক উভয় খাতেই ইসলামাবাদের পাশে দাঁড়াচ্ছে বেইজিং।
শেখ রশিদ আহমেদ বলেন, ২৩ মার্চের অনুষ্ঠানে পাকিস্তানে প্রথমবারের মতো ভিআইপি অতিথিরা আসছে। সেখানেই জে-১০সি ফাইটার জেটগুলো উড়ানো হবে। ভারতের রাফালে বিমান কেনার প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমানবাহিনী এগুলো উড়াবে।