প্রবাস ডেস্কঃ
ভারতের মিসাইল কর্মসূচি আঞ্চলিক শান্তির জন্য বিপজ্জনক। আঞ্চলিক স্থিতাবস্থাও নড়বড়ে করে দিতে পারে ওই কর্মসূচি। এই আশঙ্কা করছে পাকিস্তান।
মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম-এর (এমটিসিআর) কাছে নিজেদের ওই আশঙ্কার কথা প্রকাশ করেছে ইসলামাবাদ।
টাইমস অফ ইন্ডিয়ার খবর বলছে, বর্তমানে এমটিসিআর-এর এক প্রতিনিধি দল পাকিস্তানে রয়েছে। আর সেখানেই ভারতের মিসাইল কর্মসূচির দোহাই দিয়ে আঞ্চলিক স্থিতাবস্থা ক্ষুণ্ণ হওয়া নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছে পাকিস্তান।
অগ্নি ফোর-এর উৎক্ষেপণের পর থেকেই এমন উদ্বেগ শুরু হয় পাকিস্তানের। ৪০০০ কিলোমিটার দূর থেকে যে কোনো বস্তুকে নিশানা করার ক্ষমতা রয়েছে অগ্নি ফোর-এর। আর ওই ইঙ্গিত পাওয়ার পর এমটিসিআর-এর কাছে নিজেদের আশঙ্কার কথা প্রকাশ করেছে পাকিস্তান।
শুধু তাই নয়, ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা আঞ্চলিক স্থিতাবস্থাকে নড়বড়ে করে দিতে পারে বলেও দাবি করেছে নওয়াজ শরিফের দেশ।