আন্তর্জাতিক:
ভারতের পাঞ্জাবের গুরদাসপুর জেলার বাটালাতে অবস্থিত একটি কারখানা বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন।
পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী গুরুপ্রীত সিং কাঙ্গার সাংবাদিকদের ভবন বিস্ফোরণের ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন।
পুলিশের একটি সূত্র দাবি করেছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ ভবনের ভেতরে এখনও অনেকে আটক রয়েছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় ভবন বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন। স্থানীয় ডিসি ও এসএসপি এর নেতৃত্বে উদ্ধার অভিযান চলছে বলেও তিনি টুইট বার্তায় জানান।