ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে কিশোরী ধর্ষণে বিতর্কিত ধর্মগুরু আসারাম বাপু দোষী সাব্যস্ত

 অন্তর্জাতিক ডেস্কঃ
ভারতে আসারাম বাপু নামে বহুল আলোচিত, বিতর্কিত এক অ্যাধ্যাত্মিক গুরুকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই মামলায় আসারামসহ মোট পাঁচজন অভিযুক্তের মধ্যে দু’জনকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত। আইনজীবীদের ধারণা ৭৭ বছরের আসারামের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
উত্তরাঞ্চলীয় যোধপুর শহরের একটি আদালত তার রায়ে বলেছে, আসারাম বাপু ২০১৩ সালে ওই শহরের একটি আশ্রমে ১৬ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করে। ধারণা করা হচ্ছে, এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চতর আদালতে আপিল করতে পারেন।
ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যে যোধপুরের জেলের ভেতরেই একটি বিশেষ আদালত কক্ষ তৈরি করে আসারাম বাপুকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করা হয় বুধবার সকালে। ওই জেলেই ২০১৩ সাল থেকে আটক রয়েছেন আসারাম বাপু। এক নারী সহকর্মীসহ আসারাম বাপুর আরও চার সহকারী এই ধর্ষণ মামলায় অভিযুক্ত।
সারা বিশ্বে এই গুরুর ৪০০ এর মতো আশ্রম রয়েছে, যেখানে তিনি মেডিটেশন ও যোগ ব্যায়াম সম্পর্কে তার অনুসারীদের শিক্ষা দিয়ে থাকেন। তিনি দাবি করেন যে সারা পৃথিবীতে তার লাখ লাখ ভক্ত রয়েছে। বিবিসি, আনন্দবাজার।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে তিনজনকে কুপিয়ে জখম বাড়ি ভাঙচুর

ভারতে কিশোরী ধর্ষণে বিতর্কিত ধর্মগুরু আসারাম বাপু দোষী সাব্যস্ত

আপডেট সময় ০৯:৩৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
 অন্তর্জাতিক ডেস্কঃ
ভারতে আসারাম বাপু নামে বহুল আলোচিত, বিতর্কিত এক অ্যাধ্যাত্মিক গুরুকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই মামলায় আসারামসহ মোট পাঁচজন অভিযুক্তের মধ্যে দু’জনকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত। আইনজীবীদের ধারণা ৭৭ বছরের আসারামের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
উত্তরাঞ্চলীয় যোধপুর শহরের একটি আদালত তার রায়ে বলেছে, আসারাম বাপু ২০১৩ সালে ওই শহরের একটি আশ্রমে ১৬ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করে। ধারণা করা হচ্ছে, এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চতর আদালতে আপিল করতে পারেন।
ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যে যোধপুরের জেলের ভেতরেই একটি বিশেষ আদালত কক্ষ তৈরি করে আসারাম বাপুকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করা হয় বুধবার সকালে। ওই জেলেই ২০১৩ সাল থেকে আটক রয়েছেন আসারাম বাপু। এক নারী সহকর্মীসহ আসারাম বাপুর আরও চার সহকারী এই ধর্ষণ মামলায় অভিযুক্ত।
সারা বিশ্বে এই গুরুর ৪০০ এর মতো আশ্রম রয়েছে, যেখানে তিনি মেডিটেশন ও যোগ ব্যায়াম সম্পর্কে তার অনুসারীদের শিক্ষা দিয়ে থাকেন। তিনি দাবি করেন যে সারা পৃথিবীতে তার লাখ লাখ ভক্ত রয়েছে। বিবিসি, আনন্দবাজার।