অন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া শক্তিশালী এ ঝড়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণের চেষ্টা চালাচ্ছে। আজ রবিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
গত শুক্রবার উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় গাজা তামিলনাড়ুর দিকে চলে যায়। ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে আঘাত হানে।
ঝড়ের আঘাতে হাজারো গাছপালা উপড়ে গেছে এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এতে লক্ষাধিক লোক বাধ্য হয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে গেছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ঝড়ের আঘাতে ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২০ জন পুরুষ, ১১ জন নারী ও দুই শিশু রয়েছে।
তিনি এএফপি’কে বলেন, ঝড়ের কারণে এ পর্যন্ত এক লাখ ৭৭ হাজার ৫শ’ লোক ৩৫১টি শিবিরে আশ্রয় নিয়েছে।